For sale by: Admin, 27 Nov 2021 04:38 AM Location: Dhaka, Dhaka,
Negotiable
সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি
সামাজিক সেবা সংগঠন একটি সু-প্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা যাহা পিকেএসএফ , ব্যাংক ও দাতাদের আথিক সহায়তায় পরিচালিত । এমআর এ নিবন্ধন নং ......... ও এনজিও বিষয়ক বুরো বিষয়ক ব্যুরো নিবন্ধন নং ২১২৪ এর সনদ প্রাপ্ত সংস্থাটি ক্ষুদ্রঋণ কাযক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রাথীদের নিকট হতে দরখাস্ত আহবান করেছে। সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি
১। পদের নাম : এরিয়া ম্যঅনেজার
পদের সংখ্যা : ১০ জন
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর পাশ (কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অভিতা আগ্রহী প্রাথীদের পকেএসফ এর অথায়নে পরিচালিত ক্ষুদ্রঋণ পরিচালানাকারী এনজিতে নূন্যত ৫ বছরের অবিজ্ঞতা থাকতে হবে।
২। পদের নাম : সিনিয়র ম্যানেজার ট্রেনিং
পদের সংখ্যা : ২ জন
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর পাশ কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা : আগ্রহী প্রাথীদের ক্ষুদ্রঋণ পরিচালনাকারী জাতীয় পযায়ের এনজিওতে প্রশিক্ষণ প্রদান সিডিউল মডিউল প্রস্তুত ও প্রেজেনন্টেশনের ৩ বছরের বাস্তব অীবজ্ঞতা সম্পন্ন থঅকতে হবে।
৩। পদের নাম : ব্রাঞ্চ ম্যানেজার
পদের সংখ্যা : ৫০ জন
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর পাশ কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা : প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ম্যঅনেজার পদে নূন্যতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪। পদের নাম : সিনিয়র অফিসার ট্রেনিং
পদের সংখ্যা: ২ জন
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর পাশ কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা : আগ্রহী প্রাথীদের র্ক্ষঋণ পরিচালনাকারী জাতীয় পযায়ের এনজিতে প্রশিক্ষণ প্রদান সিডিউল মডিউল প্রস্তুত ও প্রেজেন্টেশনের ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫। পদের নাম : ফিল্ড অফিসার :
পদের সংখ্যা : ২০০ জন
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বেতন শিক্ষানবীশকালীন ৩ তিন মাস । নিজস্ব মটর সাইকেল চালাতে হবে।
আগ্রহী প্রাথীদের আগামী ৩০/১২/২০২১ ইং তারিখেল মধ্যে নিবাহী পরিচালক , সামাজিক সেবা সংগঠন প্রধঅন কাযালয় সামাজিক সেবা সংগঠন ভবন স্কুল রোড, পাথরাইন, লেনদুয়ার, টাংগাইল-এই ঠিকানা বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণের জন্য অনেোধ করা হলো। আবেদনপত্রের সাথে তিন কপি পাসপোট আকারের সত্যায়িত ছবি, পনাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইণ নম্বরসহ সকল ক্ষিাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে পাঠাতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থঅন ৈএসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণেকারীদের কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। উল্লেখ্য চূড়ান্ত নিয়েঅগ প্রাপ্ত প্রাথীদের অবশ্যই যোগদানের সময় ১০০০০ টাকা জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে। সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি
Similar ads