For sale by: Admin, 07 Oct 2021 04:35 AM Location: Dhaka, Dhaka,
Negotiable
fire service job circular
fire service job circular: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লিখিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহব্বান করা যাচ্ছে। fire service job circular
১। পদের নাম : ফায়ারাফাইটার (পুরুষ)
বেতনক্রম গ্রেড: ১৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :
(ক) স্বীকৃত যে কোন বোর্ড হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূণতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ
(খ) শারীরিক যোগ্যতা : ন্যূনতম উচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চি ন্যূন্যতম বুক : ৩২ ইঞ্চি
(গ) প্রাথীকে ক্রটিমূক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। fire service job circular
মন্তব্য : অধিকতর উচ্চতাবিশিষ্ট ও সুঠামদেহী প্রাথীদের অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনের শর্তাবলি :
১। প্রাথীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ থাকতে হবে। জাতীয় পরচয়পত্র অথবা জাীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি/স্লিপ ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য হবে না। fire service job circular
২। আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ তারিখে ১৮-২০ বছরের মধ্যে হতে হবে। তবে যাদের বয়স ১ অক্টোবর ২০২১ তারিখে ১৮ বছর বা তদুধব ২০ বছরের মধ্যে হয়েছে তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। যে কসকল মুক্তি/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার বয়স ২০২০ সালের ২৫ মার্চ তারিখে সর্বোচ্চ ৩২ বছর তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন।
৩। আবেদন শুরু তারিখ : ০৮/১০/২০২১
আবেদনের শেষ তারিখ : ১৩/১০/২০২১ তারিখে
fire service job circular
আবেদন করতে http://fscd.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুণ।
Similar ads