For sale by: Admin, 29 Oct 2021 09:37 AM Location: Dhaka, Dhaka,
Negotiable
dife:
dife: প্রশ ও কমসংস্থান মন্ত্রণালয়ের পত্র নং ৪০.০০.০০০০.০২০.৯৯.০০৬.১৮.৯৭ । তারিখ ২৪-০৬-২০২১ মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদশন অধিদপ্তরের নিম্নবণিত রাজস্বখাতভূক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য পাশ্বে বণিত শতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে http://dife.teletalk.com.bd এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। dife
১। পদের নাম : সাটলিপিকার কাম- কম্পিম্পিউটার অপারেটর
পদের সংখ্যা : ৩ জন
শিক্ষাগত যোগ্যতা :
ক। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূণ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি
খ। কম্পিউটার ব্যবহারের দ্ক্ষতা এবং
গ। সাটলিপিতে প্রতি মিনিটে সবনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে ৮০ ও ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর ইংরেজি ও বাংলা যথাক্রমে ৩০ শব্দ এবং ২৫ শব্দ।
২। পদের নাম : কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা : ১ জন dife
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্টেডন্ডাট এপিচুয়েট টেস্ট এ ইত্তীণ হতে হবে।
৩। পদের নাম : প্রধান সহকারী
পদের সংখ্যা : ১ জন
শিক্ষাগত যোগ্যতা : ক। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রী এবং খ। এম এস ওয়াড ও এম এস এক্সেলেসহ কম্পিউটার চালনায় পারদশিতা থাকতে হবে।
৪। পদের নাম : সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা : ২ জন
শিক্ষাগত যোগ্যতা : ক। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূণ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি খ। কম্পিউটার ব্যবহারের সদক্ষতা এবং গ। সাটলিপিতে প্রতি মিনটে সবনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে ৭০ শব্দ এবং ৪৫ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর ইংরেজি ও বাংলা যথাক্রমে ৩০ শব্দ ও ২৫ শব্দ।
৫। পদের নাম : অফিস হকারী কমা-কম্পিউটার মুদ্রাক্ষার
পদের সংখ্যা : ৪ জন
শিক্ষাগত যোগ্যতা : ক। কোন স্বীকৃত বোড হতে অনূণ্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সাটিফিকে বা সমমানের পরীক্ষায় উত্তীণ সমমানের পরীক্ষায় উত্তীণ খ। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং গ। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সবনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে ২০ ও ২০ শব্ত থাকতে হবে।
৬। পদের নাম : হিসাব সহকারী
পদের সংখ্যা : ১ জন dife
শিক্ষাগত যোগ্যতা : ক। কোন স্বীকৃত বোড বা প্রতিষ্ঠান হইতে বানিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীণ এবং ঘ। এমএস ওয়াড ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় পারদশিতা।
৭। পদের নাম : গাড়ী চালক
পদের সংখ্যা : ১৩ জন
শিক্ষাগত যোগ্যতা : ক। কোন স্বীকৃত বোড হতে জুনিয়র স্কুল সাটিফিকেট বা সমমানের পরক্ষিীয় উত্তীণ এবং খ। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইবিং লাইসেন্স থাকতে হবে।
ঘ। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
৮। পদের নাম : অফিস সহায়ক
পদের সংখ্যা : ১৬ জন
শিক্ষাগত যোগ্যতা : ক। কোনো স্বীকৃত বোড হইতে মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীণ।
আবেদনের সময় সীমা নিম্নরূপ :
১। অনলাইনে আবেদন পত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ১০-১-২০২১ খ্রি: সকাল ১০ ঘটিকায়
২। অনলাইনে আবেদন পত্র পূরণ ও আবেদন ফি জমাদের শেষ তারিখ ৩০-১০-২০২১ বিকাল ৫ ঘটিকায় পযন্ত।
** অনলাইনে আবেদনের ঠিকানা http://dife.teletalk.co.bd এই সাইটে অনলাইনে আবেদন করবেন।
১। নিম্নবণিত শতাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে।
১। ২৫ মাচ ২০২০ খ্রি : তারিখেল প্রাথীরা বয়সীমা ১৮-৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের প্রাথীর বয়সসীমা ১৮-৩২ বছর। বীর মুক্তিযুদ্ধা। শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যানর পুত কন্যা হিসেবে চাকুরি প্রাথীকে বাছাই প্রক্রিয়ায় উত্তীণ হলে তাদের পিতার পিতা পিতার মাতা মাতার পিতা মাতার মাতা প্রযোজ্য ক্ষেত্রে এর বীর মুক্তিযোদ্ধঅ সাটিফিকেট যা যথঅযযথভাবে উপযুক্ত কৃতপক্ষ কতৃ স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে যার সত্যায়িত কপি দাখিল করত হবে।
২। আবেদনকারী বীর মুক্তিযুদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পতু কন্যার পুত্র কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সিটি করপোরেশনের ওয়াড কাউন্সিলর ও পৌরসভার মেয়র কাউন্সিলর কতৃক প্রদত্ত সাটিফিকেট বাছাই প্রক্রিয়ার উত্তীণ হলে দাখিল করতে হব্ েবয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুণ
Similar ads